বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

অভ্যুত্থানের ইঙ্গিত দিলেন মিয়ানমারের সেনাপ্রধান

রিপোর্টারের নাম / ২১৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছেন মিয়ানামারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। দেশটির জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন।

গত বছরের নভেম্বরে নির্বাচনে বিজয়ী হয় সু চির দল এনএলডি। ফল ঘোষণার পর থেকেই সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে। ভোট পুনঃগণনা বা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারকে মঙ্গলবার এক সেনা মুখপাত্র হুমকি দিয়েছেন। তবে তিনি অভ্যুত্থানের ব্যাপারে নীরব ছিল।

বৃহস্পতিবার জেনারেল মিন অং হ্লাইং সেনা নিয়ন্ত্রিত দৈনিক মায়াবতীতে লেখা নিবন্ধে নির্বাচনের ফল নিয়ে তার বাহিনীর অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ২০০৮ সালের সংবিধান ‘সব আইনের জননী।’

২০০৮ সালের সংবিধানে বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর ক্ষমতা ভাগাভাগির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই দেশটিতে ২০১৫ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছিল অং সান সুচির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি।

সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিছু পরিস্থিতিতে ‘সংবিধান বাতিলের প্রয়োজন হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর