বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

বরিশাল সিটি কর্পোরশনের মেয়রসহ ৪ কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ

রিপোর্টারের নাম / ১৬৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০

বরিশাল নগরীতে নির্মাণাধীন বিউটি সুপার মার্কেটের একাংশ ভেঙে ফেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

৭ দিনের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের রিট বেঞ্চের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাসুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ ওই রুল জারি করেন।

 

বিউটি সুপার মার্কেটের চেয়ারম্যান কাজী মফিজুল ইসলাম হাইকোটের ওই বেঞ্চে এ মর্মে আবেদন করেন যে- কোন নোটিশ ছাড়া এবং মার্কেট কর্তৃপক্ষের আপিল নিস্পত্তি হওয়ার আগেই নির্মাণাধীন ভবনটির একাংশ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ ভেঙে ফেলে।

 

কাজী মফিজুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সাংবাদিকদের জানান, কাজী মফিজুল ইসলামের আবেদনের ওপর মঙ্গলবার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন। আবেদনকারীর পক্ষে আদালতের বিশেষ বার্তা বাহকের মাধ্যমে শোকজ নোটিশ ওই চারজনকে পৌঁছে দেয়া হবে।

 

কাজী মফিজুল ইসলাম অভিযোগ করেছেন, হাইকোর্টের রুল জারির বিষয়টি মৌখিকভাবে বিসিসি কর্তৃপক্ষকে অবহিত করলে বুধবার থেকে বিউটি সুপার মার্কেটের একাংশ পুনরায় ভাঙা শুরু করা হয়।

 

তবে এই অভিযোগ অস্বীকার করে বিসিসি কর্তৃপক্ষ দাবি করে আসছে বিউটি সুপার মার্কেটের মালিক পক্ষ কর্পোরেশনের সড়ক দখল করে ভবনের একাংশ নির্মাণ করেছেন। অপরদিকে বিউটি সুপার মার্কেট মালিক পক্ষের অভিযোগ, কোন প্রকার নোটিশ না দিয়ে মার্কেটের জমিতে নির্মাণ করা ভবনের একাংশ বিসিসি কর্তৃপক্ষ ভেঙে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর