বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

রাজাকারদের প্রকাশিত তালিকা স্থগিত

রিপোর্টারের নাম / ১৬৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

বিতর্কের মুখে রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। বুধবার (১৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজয় দিবসের আগের দিন রোববার (১৫ ডিসেম্বর) ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুসহ রাজশাহীর আরও দুই ব্যক্তির নাম রয়েছে ওই তালিকায়, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের ছিলেন বলে প্রমাণ রয়েছে। এ নিয়ে সারাদেশে সমালোচনা শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘তালিকাটি আমরা স্থগিত করেছি। যাচাই-বাছাই ছাড়াই এটি প্রকাশ করা হয়েছিল। দেখা যাচ্ছে অনেক মুক্তিযোদ্ধার নাম এসেছে, এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা যাচাই-বাছাই করে দেখে সুন্দরভাবে সাজিয়ে, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠিয়ে অনুমোদন নিয়ে প্রকাশ করলে ভালো হতো। সেটা আমরা পারিনি।’

সচিব আরও বলেন, ‘পরবর্তী সময়ে অবশ্যই যাচাই-বাছাই করে এটি প্রকাশ করা হবে। পূর্ণাঙ্গ তালিকা করতে যা যা করার আমরা করব। তবে যাচাই-বাছাইয়ে কত সময় লাগবে সেটা আমরা এখনই বলতে পারছি না। তবে পার্টিকুলার কোনো সময়ের মধ্যে দ্রুত এটা করতে হবে, আমি সেটা মনে করি না। বিশেষ কোনো তারিখে প্রকাশ করার চেয়ে যাচাই-বাছাইটা সঠিকভাবে হওয়াই বড় বিষয়।’

প্রকাশিত তালিকাটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে দেয়া হয়েছে।

এদিকে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে। ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে।

তিনি আরও বলেন, ‘এ তালিকা আমরা প্রণয়ন করিনি, প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যা পেয়েছি তাই হুবহু প্রকাশ করেছি।’

প্রকাশিত রাজাকারের তালিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজাকারদের নিয়ে যে তালিকা দেয়া হয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই তালিকা যাচাই না করেই প্রকাশ করেছে।’ তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর, আলশামসের তালিকা দেয়া হয়নি; দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে।

সর্বশেষ আজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকা যাচাই-বাছাই ও সংশোধন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর