শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

৪২তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

রিপোর্টারের নাম / ৬২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

৪২তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসক। স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সুপারিশের পর চিকিৎসকদের এ নিয়োগ দেওয়া হলো।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনার প্রেক্ষাপটে ৪ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ২০২০ সালে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ছয় হাজার ২২ জন।

করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। মৌখিক পরীক্ষা গত বছরের ২৩ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরে গত বছরের ৬ জুন থেকে আবার ভাইভা শুরু করে পিএসসি। এ পরীক্ষা ১৩ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও করোনার কারণে সেই ভাইভা আরও কয়েক দফায় স্থগিত করে ১৩ আগস্ট শুরু করা হয়।

পরে সেই ভাইভা শেষে গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে মোট চার হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর